Header Ads

Header ADS

শিক্ষনীয় গল্প


শিক্ষনীয় গল্প

বাদশাহ তার তিন সন্তানকে তিনটি বাক্স দিয়ে বললেন- আমি না ফেরা পর্যন্ত এ গুলোর যত্ন করো। প্রায় দশ বছর পর বাবা ফিরলেন। প্রথম সন্তান বাক্সটি ফিরিয়ে দিয়ে বললো- বাবা, আপনার বাক্সটি এমন যত্নে এবং নিরাপদে রেখেছি- যাতে চুরি না হয়। নষ্ট না হয়। যেমন দিয়েছিলেন। অবিকল তেমন রেখে দিয়েছি। খুলে দেখুন-সব ঠিক আছে কিনা।

২য় সন্তানও বাক্স ফিরিয়ে দিয়ে বললো- বাবা এই নিন আপনার বাক্স। মনে করেছি- বাক্সের ভিতর রাখা বীজগুলো নষ্ট হয়ে যাবে। তাই প্রতি বছর নতুন বীজ সংগ্রহ করে পুরোনো বীজ গুলো বদলে দিয়েছি। বীজ বদলের দিনটি ঝাকঝমকের সাথে উদযাপন করেছি। 
৩য় সন্তান বাক্সে নিয়ে এলো। বাক্সের ভিতর কিছুই নেই। বাবাকে বললো- রাজপ্রাসাদের পিছনে যেতে। বাবা- পিছনে গিয়ে দেখেন- এক অবাক কাণ্ড। পুরো মরুতে অবারিত সবুজের সমারোহ। ফলে, ফুলে সুশোভিত। পাখির কলতান। পুত্র বললো- বাবা আপনি ছোট একটা বাক্স ভর্তি বীজ উপহার দিয়েছিলেন। আমি আপনাকে এই অবারিত সবুজ পত্রে পল্লবিত উদ্যান উপহার দিলাম।


বাবা তিন ছেলের উদ্দেশ্যে বললেন- প্রথমটি হলো প্রিজারভেশন। যা দিয়েছিলাম-তাই রয়ে গেছে। ২য় টি হলো- রিনোভেশন-পুরনোর জায়গায় শুধু নতুনের সংযোজন ঘটেছে। আর ৩য় টি হলো রিজুভেনেশান। এটাই হলো আসল । বীজ থেকে বাগান হয়েছে। এভাবেই একটা জাতি ছোট থেকে ধীরে ধীরে বড় হয়। চেষ্টা থাকলে মরুভূমিও আবাদ হয়। 
দিন আসে দিন যায়। কিন্তু নেশানের মাঝে যদি রিজুভেনেশান না ঘটে তবে এই সব বছর বদল শুধুমাত্র ক্যালেণ্ডারের পাতা বদল হিসাবেই রয়ে যায়। Read more

1 comment:

Powered by Blogger.